
প্রতিবন্ধী স্কুল গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তি এবং ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। সোমবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের পৃথক অবস্থান কর্মসূচিতে ওই দাবি জানান।
প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, আমরা দীর্ঘদিন থেকে বেতন ভাতা না পেয়ে মানবতার জীবন যাপন করছি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী সারাদেশে পৌনে দুই হাজার প্রতিবন্ধী স্কুল এমপিও ভুক্তির তালিকা করল তা বাস্তবায়ন করা হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত টাটা অবস্থান কর্মসূচি থেকে ঘরে ফিরবেন না বলে জানান।
এদিকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। এদিন তারা লং মার্চ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পথে বেইলি রোডে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে তারা পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।